আগে কপাট মার কামের ঘরে ৷
মানুষ ঝলক দিবে রূপ নিহারে ॥
হাওয়া ধর অগ্নি স্থির কর
যাতে মরিয়ে বাঁচিতে পার
মরণের আগে মর
শমন যাক ফিরে ॥
বারে বারে করি মানা
নীলা বাসে বাস কর না
রেখ তেজের ঘর তেজিয়ানা
উর্ধ্ব চাঁদ ধরে ॥
জান না মন পারাহীন দর্পণ
তাতে কি হয় রূপ দরশন
অতি বিনয় করে বলছে লালন
থেকো হুঁশিয়ার ॥
মানুষ ঝলক দিবে রূপ নিহারে ॥
হাওয়া ধর অগ্নি স্থির কর
যাতে মরিয়ে বাঁচিতে পার
মরণের আগে মর
শমন যাক ফিরে ॥
বারে বারে করি মানা
নীলা বাসে বাস কর না
রেখ তেজের ঘর তেজিয়ানা
উর্ধ্ব চাঁদ ধরে ॥
জান না মন পারাহীন দর্পণ
তাতে কি হয় রূপ দরশন
অতি বিনয় করে বলছে লালন
থেকো হুঁশিয়ার ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...