এই লভিনু সঙ্গ তব,
সুন্দর হে সুন্দর ৷
পুণ্য হল অঙ্গ মম,
ধন্য হল অন্তর,
সুন্দর হে সুন্দর ৷৷
আলোকে মোর চক্ষুদুটি
মুগ্ধ হয়ে উঠল ফুটি,
হৃদ্গগনে পবন হল
সৌরভেতে মন্থর,
সুন্দর হে সুন্দর ৷৷
এই তোমারি পরশরাগে
চিত্ত হল রঞ্জিত,
এই তোমারি মিলনসুধা
রইল প্রাণে সঞ্চিত।
তোমার মাঝে এমনি ক'রে
নবীন করি লও যে মোরে,
এই জনমে ঘটালে মোর
জন্ম-জনমান্তর,
সুন্দর হে সুন্দর ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...