ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,
পথে যদি পিছিয়ে পড়ি কভু ৷৷
এই-যে হিয়া থরোথরো
কাঁপে আজি এমনতরো ৷
এই বেদনা ক্ষমা করো,
ক্ষমা করো, ক্ষমা করো প্রভু ৷৷
এই দীনতা ক্ষমা করো প্রভু,
পিছন-পানে তাকাই যদি কভু ৷
দিনের তাপে রৌদ্রজ্বালায়
শুকায় মালা পূজার থালায়,
সেই ম্লানতা ক্ষমা করো,
ক্ষমা করো, ক্ষমা করো, প্রভু ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...