আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে ৷
সকল অহঙ্কার হে আমার
ডুবাও চোখের জলে ৷৷
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলই করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে ৷৷
আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে,
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ
আমার জীবনমাঝে ৷
যাচি হে তোমার চরমশান্তি
পরানে তোমার পরমকান্তি-
আমারে আড়াল করিয়া দাঁড়াও
হৃদয়পদ্মদলে ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...