নিশীথশয়নে ভেবে রাখি মনে,
ওগো অন্তরযামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া
তোমারে হেরিব আমি
ওগো অন্তরযামী ৷৷
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে
তোমার চরণে নমিয়া পুলকে
মনে ভেবে রাখি দিনের কর্ম
তোমারে সঁপিব স্বামী
ওগো অন্তরযামী ৷৷
দিনের কর্ম সাধিতে সাধিতে
ভেবে রাখি মনে মনে,
কর্ম-অন্তে সন্ধ্যাবেলায়
বসিব তোমারি সনে ৷
দিন-অবসানে ভাবি ব'সে ঘরে
তোমার নিশীথবিরামসাগরে,
শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা
নীরবে যাইবে নামি,
ওগো অন্তরযামী ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...