আমার মন মানে না— দিনরজনী।
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া
পুলক রাখিতে নারি ৷
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে
উথলে নয়নবারি—
ওগো সজনি ৷
সে সুধাবচন, সে সুখপরশ,
অঙ্গে বাজিছে বাঁশি— গো ৷
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে
হৃদয় হয় উদাসী-
কেন না জানি ৷৷
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে,
আকাশে কী মুখ জাগে- সখি
ওগো, বনমর্মরে নদীনির্ঝরে
কী মধুর সুর লাগে ৷
ফুলের গন্ধ বন্ধুর মতো
জড়ায়ে ধরিছে গলে- গো ৷
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা
কাহার চরণতলে
দিব নিছনি ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...