হল না লো, হল না, সই,  হায়—
মরমে মরমে লুকানো রহিল, বলা হল না 
বলি বলি বলি তারে কত মনে করিনু—
হল না লো, হল না, সই,  হায় ৷৷

না কিছু কহিল, চাহিয়া রহিল,
গেল সে চলিয়া, আর সে ফিরিল না।
ফিরাব ফিরাব ব’লে কত মনে করিনু—
হল না লো, হল না, সই,  হায় ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী