মোর  ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে 
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে ৷৷

তাহারে দেখি না যে দেখি না,
শুধু  মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি ৷৷

গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা 
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার  ছায়াময় এলো কেশ আকাশে 
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী