পাখি আমার নীড়ের পাখি
অধীর হল কেন জানি—
আকাশ-কোণে যায় শোনা কি
ভোরের আলোর কানাকানি ৷৷
ডাক উঠেছে মেঘে মেঘে,
অলস পাখা উঠল জেগে-
লাগল তারে উদাসী ওই
নীল গগনের পরশখানি ৷৷
আমার নীড়ের পাখি এবার
উধাও হল আকাশ-মাঝে ৷
যায় নি কারো সন্ধানে সে,
যায় নি যে সে কোনো কাজে ৷
গানের ভরা উঠল ভ'রে,
চায় দিতে তাই উজাড় ক'রে-
নীরব গানের সাগর-মাঝে
আপন প্রাণের সকল বাণী ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...