এই দুনিয়ায় মন বোঝার চেয়ে
ভুল বুঝার মানুষ বেশি !
এতো ভালোবাইসাও আমি
তার কাছে হইলাম দোষী ॥
সারা জীবন যার লাগিয়া
করলাম আমি কষ্ট
সে আমারে ভুল বুঝিয়া
জীবন করলো নষ্ট।
আমার দুঃখের বেলায় আমি
একা একাই ভাসতেছি ॥
কষ্টে ভরা জীবন আমার
দুঃখে ভরা মন
মনের সাথে যুদ্ধ করে
আছি সারাক্ষণ।
আজব দেশের মানুষ আমি
দুঃখ নিয়াও হাসতেছি ॥
পাইলা না তার ভালোবাসা
পাইলাম না তার মন,
আমার মতো দুখী ভবে
নাইরে আরেকজন।
বাউল ইনসান-এর এই মনের কথা
দুঃখ পাইয়াও হয় সুখি ॥
Song: Ei Duniyay Mon Bujhar Ceye
Singer: Ashik Chowdhury
Lyrics: Baul Insan
Rather than understanding the mind in this world
Misunderstanding more people!
I love you so much
I was guilty to him.
All the life of whom Lagia
I suffered
He misunderstood me
Wasted life.
Me in my sorrow
Floating alone
My life is full of pain
sad mind
War with the mind
I am all the time.
I am a strange country
Laughing with sadness
Did not get his love
I did not get his mind,
As sad as I am
Nair is another.
This is the mind of Baul Insan
Sadness is happiness.
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...