পিরিতের কি জ্বালা গো যার জ্বালা সে জানে
লাগাইয়া পিরিতের ডুরি দূরে বইয়া টানে গো
যার জ্বালা সে জানে ৷৷
সাধ করে প্রেম করেছিলাম নিঠুর বন্ধুর সনে
মিটিল না অভাগার সাধ মরিব পরাণে গো
যার জ্বালা সে জানে ৷৷
প্রেমের আগুন যার অন্তরে জ্বলছে রাত্র দিনে
প্রেমিকের কি বাচে জীবন সুজন বন্ধু বিনে
যার জ্বালা সে জানে ৷৷
Song: Piriter Ki Jala Go
Singer: Saif Zohan
Lyrics: Mohonlal
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...