এইভাবে আর
বেঁচে থাকব কতদিন
আমি যারে ভালোবাসি
সে আমারে বাসে ভিন ॥
ভালোবাসার ফাঁদে পড়ে
চোর ঢুকিল মনের ঘরে
দিবানিশি চিন্তা করে
শক্তিহীন অঙ্গ মলিন ॥
আছি শুধু ধৈর্য ধরে
কখন জানি যাব মরে
বেঁচে থাকব কেমন করে
জল বিনে কি বাঁচে মীন ॥
এই ভাবনা নিশিদিনে
বাধা আছি প্রেমঋণে
বলে করিম দীনহীনে
কী দিয়ে শোধিব ঋণ ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...