কেমনে ভুলিল বন্ধে আমারে
আমি তো ভুলি না গো তারে
বন্ধে যারে দয়া করে গো
তার শুকনা গাছে ফল ধরে–
আমি তো ভুলি না গো তারে ॥
সখি গো, বন্ধু যদি আপন হইত
দরদি হইয়া রইতো গো
সুখ দুঃখের গান শুনিত গো
তারে রাখিতাম আদর করে–
আমি তো ভুলি না গো তারে ॥
সখি গো, যে জন হয় পিরিতের মরা
লাজ-লজ্জা কুলমানহারা গো
জ্ঞান থইয়া পাগলের ধারা গো
তার অন্তরে ঘুণে ধরে–
আমি তো ভুলি না গো তারে ॥
সখি গো, বাউল আবদুল করিম বলে
ঠেকছি বন্ধের মায়ায় ভুলে গো
বোঝে না তো মনপাগলে গো
আমি বোঝাবো কেমন করে–
আমি তো ভুলি না গো তারে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...