আরে ও জীবন রে
জীবন ছাইড়া না যাও মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে ।।
ও জীবন রে……
কাঞ্চা বাঁশের খাট পালঙ্ক রে
আরে ও জীবন সংগে শুকনা খড়ি,
মুসলমানে আল্লাহ রাসুল
হিন্দু বলে হরি জীবন রে ৷৷
ও জীবন রে……
কচু পাতার পানি যেমন রে
আরে ও জীবন
টলমল টলমল করে
প্রাণ পাখি উড়িয়া গেলে
মাটির দেহ থাকবে পড়ে রে ৷৷
ও জীবন রে…...
মায়ে কাদবে পুত্র পুত্র রে
আরে ও জীবন বইনে কানবে ভাইও,
ঘরেরও রমনী কানবে
(ব্যথায় দাড়ায়ে জীবন রে)
আমার কেউ নাই জীবন রে ৷৷
Song: O Jibon Re
Lyrics &Tune: Kajal Dewan
Singer: Bindu Kona
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...