আমার দেশে কেন আমি
কাঙাল হলেম রে
নাই কেন মোর সহায় সম্বল
সদায় ভাবি রে ॥

নাই কেন মোর স্বাধীনতা
বুকে নিদারুণ ব্যথা
কার কাছে কই দুঃখের কথা
কে শুনিবে রে ॥

এই দেশে জন্ম আমার
আমার কেন নাই অধিকার
জীবন নিয়ে বেঁচে থাকার
উপায় নাই রে ॥

দুঃখে গড়া জীবন নিয়া
চির দুঃখের অধীন হইয়া
দুঃখের বারোমাসি গাইয়া
জীবন গেল রে ॥

গরিবের দুঃখ যত
কার কাছে বলিবে কত
করিম বলে আমিও তো
মানুষ ছিলাম রে ॥