মনমাঝি তোর মানবতরী
ভবসাগরে ভেসে যায়
বেলা গেলে সন্ধ্যা হলে
পাড়ি দেওয়া হবে দায় ॥
যারা সুজন বেপারি
সুসময়ে ধরে পাড়ি
দয়াল নামে গেয়ে সারি
অনুরাগের বৈঠা বায় ॥
ভবসাগরের পাকে পড়ে
কেউ বাঁচে কেউ ডুবে মরে
ভক্তজনে আশা করে
অকূল কূল পাইতে চায় ॥
সামনে আঁধার রাতি
কেউ নহে কার সঙ্গের সাথি।
মুর্শিদ ইমানের বাতি
যেজনে সেই পরশ পায় ॥
আসিয়া এই ভববাসে
বন্দি আছি অষ্টপাশে
আবদুল করিম চিরদাসে
মুর্শিদের গুণগান গায় ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...