আমরা সবাই মিলে বাঁচতে চাই
আমার মতো গরিব যারা
আমি তাহাদের গান গাই ॥
শোষিত বঞ্চিত যারা
কৃষক মজুর মেহনতিরা
কেউ হয়েছে সর্বহারা
একেবারে উপায় নাই ॥
যারা জন্ম নিয়াছে
বাঁচার অধিকার আছে
মানুষ মানুষের কাছে
তাই তো এই দাবি জানাই ॥
বাউল আবদুল করিম বলে
শোষিতগণ বাঁচতে হলে
করতে হয় মিলে সকলে
জীবন বাঁচার লড়াই ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...