স্বাধীন দেশে থাকি
আমরা স্বাধীন দেশে থাকি
খাবার বেলা ভাত মিলে না
আল্লা বলে ডাকি॥
গরিব কাঙাল সবাই বলে
জানি না কোন কর্মফলে
পেটের ক্ষুধায় অঙ্গ জ্বলে
ঝরে দুটি আঁখি।
কুঁড়েঘর চালে ছানি নাই
দুঃখ কষ্টে থাকি
মনে বড় ভয় হইতেছে
আর যে কত আছে বাকি॥
গরিব মরে অনাহারে
এই দুঃখ বলিব কারে
ধনীরা মজা মারে
গরিবরে দেয় ফাঁকি।
কথায় কাজে মিল পড়ে না
শুধু যে চালাকি
করিম বলে গানে আমার
সুখ-দুঃখের ছবি আঁকি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...