আর ঘুমে থেকো না চাষি ভাই
কর্তব্য কাজ সাধন কর আমরার আর দরদি নাই ॥

আঁখি খোলো মাথা তোলো
পাকিস্তান জিন্দাবাদ বল রে
একবাক্যে সকলে বল আমরা সবে শান্তি চাই ॥

আনলাম স্বাধীন শান্তির তরে
প্রাণ বাঁচে না অত্যাচারে রে
পাকিস্তানের ঘরে ঘরে হাহাকার রব শুনতে পাই ॥

যা ইচ্ছা তার শাসন-বিচার
ঘুষ বিনে চলে না কারবার রে
ধনী-মানীর রঙের বেপার গরিবের কপালে ছাই ॥

মুখের বোল নিতে চায় কেড়ে
মনের দুঃখ বলব কারে রে
ন্যায্য বিষয় দাবি করে প্রাণ বাঁচাইবার শক্তি নাই ॥

লীগ সরকার বলল প্রস্তাবে
রাষ্ট্রভাষা উর্দু হবে রে
আমরা দাবি করলাম তবে আমরার কি অধিকার নাই ॥

তখন বাংলা কইলে মারে-ধরে
বেশি কইলে জেলে ভরে
থাকিয়া জেলের ভিতরে তবু বলছি বাংলা চাই ॥

অবশেষে গুলি চালায়
এমএস-সি বরকতের মাথায়
কয়েকজন ছাত্র মারা যায় এখনও সুবিচার নাই ॥

স্বাধীন দেশে এত অবিচার
পুড়িয়া হইলাম আঙ্গার রে
করিম কয় দেখব এবার যদি একটু সুযোগ পাই ॥