মনমাঝি ভাই বাও রে নৌকা
যাইও না রে পথ ভুলে
আকাশেতে নাই বেলা আমার
নৌকা রইল অকূলে ॥

মাঝিমাল্লা ষোলো জনা
কেউ কারও কথা শোনে না
যার-তার ভাবে সকলি চলে
ও কেউ জল সিচে না বৈঠা বায় না
আমার সময় গেল গোলমালে ॥

নায়েতে অমূল্য রতন
ধার চিনিয়া নৌকা বাওন
বাও নৌকা সাহসের বলে
যারও নায়ের মাঝি ভালো
সে তো বাইয়া গেল সকালে ॥

বাঁচি কি ডুবিয়া মরি
এই ভাবনা সদায় করি
বাউল আবদুল করিমে বলে
জানি না দারুণ বিধি আমার
কী লেখেছে কপালে ॥