রাখো কিবা মারো এই দয়া করো
থাকিনা যেন তোমারে ভুলিয়া ॥
এই নিশি দিনে, শয়নে স্বপনে
পরানে পরানে মিশিয়া
এ আধারাতে নেও যদি সাথে
তুমি নিজে গুণে পথ দেখাইয়া ॥
আমি তোমার পাগল, ভরসা কেবল
দিন বন্ধু তোমার নাম শুনিয়া
লও যদি খবর হইব অমর
নামের সুধা পান করিয়া ॥
দয়াময় নাম তোমার, জগতে প্রচার
জীবেরে দয়া তুমি করো বলিয়া
শাহ আব্দুল করিম বলে
রেখো চরণ তলে
দিয়না তুমি দূরে ঠেলিয়া ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...