তুমি বিনে আকুল পরান
থাকতে চায়ে না ঘরে রে
সোনা বন্ধু ভুইলনা আমারে রে ।
আমি এই মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলনা আমারে রে ॥
সাগরে ভাসাইয়া কূল মান
তোমারে সপিয়া দিলাম
আমার দেহ মন প্রান ।
সর্বস্ব ধন করিলাম দান
তোমার চরণ পরে রে ॥
আমারে ছাড়িয়া যদি যাও
প্রতিজ্ঞা করিয়া বল
আমার মাথা খাও ।
তুমি যদি আমায় কান্দাও
তোমার কান্দন পরে রে ॥
কুলমান গেলে ক্ষতি নাই আমার,
তুমি বিনে প্রান বাচেনা
কি করিব আর ॥
তোমার প্রেমও সাগরে
প্রেম সাগরে তোমার
করিম যেন ডুবে মরে রে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...