আহারে সোনালী বন্ধু
শুনিয়ে যা মোর কথা রে।
হাছন রাজার হৃদকমলে,
তোমার চাঁদমুখ গাঁথা 

হেরি যবে তব মুখ,
এ জনমের যায় দুঃখ।
উপজিয়ে মনের সুখ,
জনমের যায় ব্যথা রে 

হাছন রাজা হুতাশ হইয়া,
আছে তব পানে চাইয়া।
মন প্রাণ সব নিয়া
ছাড়িলে মমতা রে 

হাছন রাজা প্রেমিক বলে,
আইস প্রেম নাগরী কোলে
তোমার লাগি প্রাণ জ্বলে,
প্রেমেরও বিধাতা রে 

Song  : Ahare Shonali Bondhu
Singer: Sasha Ghoshal
Lyrics: Hasan Raja