আল্লা ভব সমুদুরে,
তরাইয়া লও মোরে ।
পড়িয়া দরিয়ার পাকে
ডাকি হে তোমারে 

এমন অকূল দরিয়া
কূল নাই তার।
আমি অভাগিয়া আর
জানি না সাঁতার 

কৃপা কর দয়াল বন্ধু
অনাথ জানিয়া।
রক্ষা কর তব দাসে
নিজ তরী দিয়া 

হাছন রাজা বলে প্রভু
দয়াল নাম তর ।
মরণ কাল সাক্ষাৎ আইল
লও রে খবর 

এই বলিয়া হাছন রাজায়
ডাকে উচ্চ স্বরে।
হাছন রাজা ভয় করিস না,
তরাইব তোরে 

প্রভুর বাক্য শুনিয়া হাছন
নাচে তরে তরে ।
দরিয়ার মাঝে হাছন রাজা
ঝামুর ঝুমুর করে