উঠিয়াছে পিরীতের ঢেউ byবাউলা মন -আগস্ট ০৭, ২০২৩ উঠিয়াছে পিরীতের ঢেউহাছন রাজার মনে।বন্ধু বিনে হাছন রাজা,কিছুই না জানে ॥হাছন রাজা চাইয়া রইছেবন্ধুয়ার পানে।বন্ধু আমার পরম ধন(বন্ধু) ধিয়ানে জ্ঞানে ॥বাহিরে ভিতরে বন্ধুআমারও কাছে ৷বন্ধু কোলে লইয়া এখনহাছন রাজা নাচে ॥ Views
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...