আমার হৃদয়েতে শ্রীহরি,
আমি কি তোর যমকে ভয় করি ।
শত যমকে তেড়ে দিব,
সহায় শিব শঙ্করী ॥
আমি যখন উঠি বেগে,
দেখে যমদূত ভাগে ।
আসে না মোর মায়ের আগে,
দেখ যেয়ে লক্ষণছিরি ॥
হাছন বাজার সন্ধান আছে,
যম কি আসবে তার কাছে ।
প্রাণ দিয়েছি হরির কাছে,
যম কারে নিবে ধরি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...