হাছন রাজায় বলে,
পরিচয় দে রে,
মাটির তলে খেইড় খেলাছ
তুই কে রে ।
শীঘ্র করি উত্তর দে
মূলবাটী তোর কই রে ॥

নাই আমার ঘরবাড়ী,
নাইরে আমার ঠাঁই ।
যেখানে প্রেমিক থাকে,
তাঁর কাছে দাঁড়াই রে ॥

যেখানেতে প্রেমিকেরা
প্রেমের আলাপ করে।
আমি যে বসতি করি
তাদের অন্তরে রে ॥

প্রেমিকের অন্তরেতে
আমার নিবাস।
আমি তার সে আমার,
থাকি তার পাশ রে ॥

মূল কথা বলিয়া দিলাম
তোমার ও ঠাঁই।
প্রেমিক ছাড়িয়ে আমি,
কোনখানে না যাই রে ॥

হাছন রাজা বলে, আমি
তোমার প্রেমিক হইয়া
হৃদয়েতে ঠাঁই দিয়াছি,
না যাইও ছাড়িয়া রে ॥