হাছন রাজায় সদায় দেখে আল্লা
কি বুঝবে রে মোল্লা ।
এক বিনে দুই নাই
কেবল এক আল্লা ।
যত দেখি সংসারেতে
কেবলই এই হিল্লা ॥
আল্লা বিনে কিছু নাই
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ।
হাছন রাজায় গান গায়
হইয়া ফানাফিল্লা ॥
দিলে জানে বলে লাইলাহা ইল্লাল্লাহ্।
কি বুঝবে রে মোল্লা ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...