পিরীতের কি এত যন্ত্রণা,
আগে জানি না।
জানিলে তাহার পিরীতে,
আমি মজতাম না ॥

পিরীত করিয়ে হাছন রাজা,
হইল দেওয়ানা।
নাচে কুদে ফালায় ফুলায়,
হইয়া ফানা ॥

নাচি নাচি চল্‌ছে হাছন
রাজা মস্তানা।
খেমটা তালে গাইয়া যাইছে,
পিরীতের গানা ॥