পিরীতের উদাসী হাছন রাজা রে ।
প্রিয়া বিনে থাকতে নারে
এক লহ্ জারে ॥

না চায় ধন, না চায় জন
না চায় সিংহাসন রে।
হাছন রাজায় চায় কেবল,
বন্ধের দরশন রে ॥

প্রিয়া প্রিয়া করিয়া, করে
নিশি অবসান রে।
আমায় ছাড়িয়া কোথায় রহিলে,
প্রাণের প্রাণ রে ॥

দেখা দিয়ে প্রাণ নিয়ে
কোথায় লুকাইলে রে ॥
হাছন রাজা বলে বন্ধু,
মম নিবেদন রে।
তুমি বিনে অন্য কেওরে,
না লাগে মোর মনে রে ॥

কেমনে বাঁচিব আমি,
তুমি ছাড়া হইয়া রে।
দিনে রাইতে প্রেমের আগুন
জ্বলে গইয়া গইয়া রে ॥

লাগিয়াছে পিরীতের আগুন,
সহা নাহি যায় রে ।
হাছন রাজায় জ্বলিয়ে জ্বলিয়ে
কেবল চিল্লায় রে ॥