ঘর বেঁধেছি কদম তলে
মনের মানুষ পাবো বলে ॥
আশা করে বাঁধলাম বাসা
ভালোবাসা পাবার ছলে
আমার আশার বাসা ভেঙে গেল
বুক ভাসে দুই নয়ন জলে ॥
অবোধ মনে প্রবোধ মানে না
ওরে মন যদি মেলে রে-
মনের মানুষ মেলে না।
আছে মানুষ নিগূম ঘরে
তিনজনা একযোগে চলে,
আমার তাপিত প্রাণে তৃপ্তি পাইতাম-
জ্ঞান দর্পণে রূপ দেখিলে
মনের মানুষ পাবো বলে ॥
মনের বনে লাগলে আগুন
গুসিয়া গুসিয়া জ্বলে
অধীন হালিম বলে পাইবা দেখা
পুইড়া দেহ খাঁ খাঁ হলে ॥
Song: Ghor Bedhechhi Kodom Tole
Singer: Doly Shaontoni
Lyrics & Tune: Shadhok Abdul Halim Boyati
I built a house under the steps
He says he will get people of heart.
I built a house with hope
Pretend to get love
My house of hope was broken
The chest floats in the water.
Ignorance does not mean wisdom
Oh, if your mind matches-
Mind people do not match.
There are people in corporate houses
The three walk together,
Satisfied in my heated soul-
If you see the form in the mirror of knowledge
He says he will get people of heart.
Fire in mind
Gusya Gusya burns
See under Halim
Puira body is real.
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...