আমি ভুলিতে না পারি তোমারে
প্রাণো বন্ধুরে।
যেদিন তোমায় দেখিয়াছি
মনপ্রাণ দিয়া দিছি
মনের কোঠায় রাখছি রূপ ধরে 

ভুলতে গেলে ভুলা যায়
মুখ ফুটে তো বলা যায় না
দিলের আয়নায় দেখি তোমারে।
প্রাণ বন্ধুয়া রে....
দেখে তোমার মধুর হাসি
গলে নিলাম প্রেমের ফাঁসি
বিষের বাশী ডাকছে আমারে 

তোমার পায়ে লুটাইয়া
আমিত্ব দিলাম মিঠাইয়া
দাফন কইরা দিলাম আমারে।
প্রাণ বন্ধুয়া রে....
মিলন করে দেখিতে পাই
আমিও নাই তুমিও নাই
বিন্দু তখন সিন্ধু রূপ ধরে 

খানা থেকে বাকাইলে
আবার তুমি লুকাইলে
সাথি হারা করলে আমারে।
প্রাণ বন্ধুয়া রে....
ডানাভাঙা পাখির লায়
আঁছাড় খায় আর ছটফটায়
হালিম কয় প্রাণ যায়তে চায় উড়ে 


Song: Bhulite Na Pari Tomare
Singer: Halima Parveen
Lyrics & Tune: Shadhok Abdul Halim Boyati
Music Arrangement: Nazir Mahmud



I can't forget you
dear friend
The day I saw you
I gave my heart
I am keeping it in my mind.

If you forget, you can forget
You can't say it out loud
I see you in the mirror of my heart.
Dear friend...
Seeing your sweet smile
I melted the gallows of love
The poison is calling me.

At your feet
I surrendered sweetly
I was buried.
Dear friend...
Let's see together
neither me nor you
The point then takes the form of Indus.

Leftovers from food
You hide again
If you lose your partner.
Dear friend...
Like a bird with broken wings
It eats straws and scuttles
How many lives does Halim want to fly?