হলো যা হবার, বাকি কিছু নাই আমার
সকাল মরলেই বাঁচি ।
ওরে সংসার আর সংসারে,
মাইনা ছাড়া চাকুরে
এইসব করে কত চলে গেছে…
আমার সংসার আর সংসারে ॥
আমি পর কে আনিলাম ঘরে,
হইয়া সরল,
রুপের মগ্ন হইয়া তারে,
সঁপিলাম সকল…
এখন সে অভাগী, করে রাগারাগি
ভুতের ধরা রোগী আমি সেজেছি ॥
আমি ভেবেছিলাম ভাইয়ের'ই বল,
বড়ই বাহুবল,
আপদে বিপদে আমার
সহায় ও সম্বল…
ভাইয়ে বলছে দাদা,
ভাগ কইরা দেন আধা,
হায়রে জনম গাধা, আমি সেজেছি ॥
আমি ভেবেছিলাম পুত্রের মত
আপন কেহ নাই,
কত কষ্ট কইরা তারে,
খাওয়াই আর পড়াই…
পুত্রে বলছে বুড়া, যত নষ্টের গোড়া,
হায়রে জনম পোড়া আমি সেজেছি ॥
আমার ভাই বন্ধু আত্মীয়-স্বজন,
পাড়া প্রতিবেশী,
সকলের কাছে যেন আমি একটু বেশী,
ভেবে বিজয় দাসে, কেউ না ভালবাসে,
পরকালের আশায় এখন বসেছি ॥
Song: Songsar Ar Songsare
Lyric: Bijoy Das
Singer: Fokir saheb
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...