এই বিশ্ব বাগানে ফুটেছে যত ফুল
তাহারই সৌরভ তুমি মুহাম্মাদ রাসুল।

আশেক গণের ডাকে সাড়া
দাও গো অবেলা
উম্মতের কান্ডারি নবী
মদিনা ওয়ালা 

রাখিলেন ইসলামেরই মান
করিলেন বেলায়াতের বিধান
মা আমেনার ঘরের সে ফুল
পিতা আব্দুল্লাহ 

মা ফাতেমা হার পরে রাসুল
হাসান হোসেন কানেরই দূল
মাথারই তাজ হজরত আলী
নূরেরি খেলা 

কুড়াতে চরণের ঐ ফুল
রতনের হয়েছে গো ভুল
পুলসিরাতের কঠিনও পুল
পারেরই বেলা 


Song: Ummater Kandari 
Singer: Kamruzzaman Rabbi
Lyrics & Tune: Fakir Ratan


As many flowers have bloomed in this world garden
You are his fragrance, Muhammad Rasool.

Responding to the call of Ashek Gana
Give it to Abela
Ummat's Qandari Prophet
Madina Wala

He kept the standard of Islam
Belayat made provisions
She is the flower of mother Amena's house
Father Abdullah

Mother Fatima lost Rasool
Hasan Hossain earring
Hazrat Ali is the crown of the head
Nureri game

Collect the flowers of the feet
Ratan made a mistake
Pulsirat is also a difficult pool
It's almost time