না জানি কোন অপরাধে
দিলা এমন জীবন
আমারে পুড়াইতে তোমার
এতো আয়োজন!
আমারে ডুবাইতে তোমার
এতো আয়োজন !!
সুখে থাকার স্বপ্ন দিলা
সুখ তো দিলা না
কতো সুখে আছি বেঁচে
খবর নিলা না, বিধি -
খবর নিলা না... !
আমি ছাড়া কেউ নাই আমার
দুঃখের পরিজন।।
মায়া ঘেরা ভবের মাঝে
আমায় কইরা বন্দি
জানি না কি করছো উদ্দেশ্য
কি-বা করছো ফন্দি।
আমি ছাড়া কেউ নাই আমার
দুঃখের পরিজন।।
দিলা এমন জীবন
আমারে পুড়াইতে তোমার
এতো আয়োজন!
আমারে ডুবাইতে তোমার
এতো আয়োজন !!
সুখে থাকার স্বপ্ন দিলা
সুখ তো দিলা না
কতো সুখে আছি বেঁচে
খবর নিলা না, বিধি -
খবর নিলা না... !
আমি ছাড়া কেউ নাই আমার
দুঃখের পরিজন।।
মায়া ঘেরা ভবের মাঝে
আমায় কইরা বন্দি
জানি না কি করছো উদ্দেশ্য
কি-বা করছো ফন্দি।
আমি ছাড়া কেউ নাই আমার
দুঃখের পরিজন।।
Song : Na jani kon oporadhe
Singer: Momotaz
Lyric :Shejul Hussen
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...