ভরসা করি এ ভব কান্ডারী
হালটি ছাড়িয়া তোমার দাও দাও রে...
নদী ভরা ঢেউ, বুঝো না তো কেউ
কেন মায়ার তরি বাও বাও রে.... !!
বাইতে জানো না, কেন ধরো হাল
মন মাঝি'টা আমার, হলো রে মাতাল
বুঝিয়ে বলো তারে, যেতে হবে ওইপাড়ে
অবেলার বেলা পানে চাও চাও রে....
বাইতে ছিলো তরী পাগলা ভবা
ভাঙা তরী'টি তার, জলে ডোবা ডোবা।
চুবানি খেয়ে ধরেছে পায়ে
ওহে কান্ডারী আমায় বাঁচাও বাঁচাও রে...
হালটি ছাড়িয়া তোমার দাও দাও রে...
নদী ভরা ঢেউ, বুঝো না তো কেউ
কেন মায়ার তরি বাও বাও রে.... !!
বাইতে জানো না, কেন ধরো হাল
মন মাঝি'টা আমার, হলো রে মাতাল
বুঝিয়ে বলো তারে, যেতে হবে ওইপাড়ে
অবেলার বেলা পানে চাও চাও রে....
বাইতে ছিলো তরী পাগলা ভবা
ভাঙা তরী'টি তার, জলে ডোবা ডোবা।
চুবানি খেয়ে ধরেছে পায়ে
ওহে কান্ডারী আমায় বাঁচাও বাঁচাও রে...
Song: Nodi Bhora Dheu
Singer: Pintu Ghosh
Lyric: Bhoba Pagla
1 মন্তব্যসমূহ
আমার খুব বেশি পছন্দের গান, যখন আমার বেশি মনখারাপ থাকে তখন গানটি বেশি বেশি শুনি, শিল্পী মপিন্টু ঘোষের প্রতি ভালোবাসা রইল
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...