প্রাণ বন্ধু আসিতে সখি গো
সখি, আর কত দিন বাকি
চাতক পাখির মত আমি
আসায় চেয়ে থাকি গো ॥

ভালবেসে দুঃখ দেওয়া গো
সখি, ভাল হলো নাকি !
পাগল মন রে আর কত দিন
প্রবোধ দিয়ে রাখি গো ॥

নিবির রাতে কেউ নয় সাথে গো
আমি একা যখন থাকি।
কত কথা মনে পরে
ঝরে দুটি আঁখি গো ॥

আসবে ঘরে আসা করে গো
সখি, দিবা নিশি ডাকি ।
করিম বলে দয়া হলে
আসবে প্রাণ পাখি গো ॥



Song: Pran Bondhu Asite Sokhi
Lyric: Shah Abdul Karim
Vocal: Liza