আমার আছে বাউলা মন
কে করবি আমায় আপন ।
ঘড় বাড়ির হিসাব নিকাশ
আমি বুঝিনা
ইট সিমেন্ট সুড়কি বালুর
ওজন জানিনা
জমি জমার তফশিল অফিস আমি চিনিনা
রাজমিস্ত্রির অস্তার তাদের খবর রাখিনা
আমার আছে বাউলা মন
কে করবি আমায় আপন ।
আমার কাছে দলিল পত্রের
কোন মূল্য নাই
মনের দামে মন মিলাই
আমি বাউল তাই
ভালোবাসার অচিন পুর আমার ঠিকানা ।
আমার মনের বাড়ি আছে
নকশাপত্র নাই
মনের মত সাজাই তারে
যখন যেটা পাই
ভালবাসার অচিনপুর আমার ঠিকানা ।
Artist: Biplob
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...