ওও বাহিরে পুড়েনা দেহ
তাই বুঝি দেখো না কেহ
আমার ভিতরে পুড়ার দহণ
মাটির সিন্ধুকে আমার অজান গুপ্তধন।

ও আমার জনমে ছিলো না পুড়া
তুষ্ট ছিলাম মায়ের বুকের দুধে
যখন আমি ছিলাম ভালো
না চিনিয়া ধরা
আমার পাক বাঁধিলো সরলতার বোধে।
তুষ্ট ছিলাম মায়ের বুকের দুধে....
আমার খুঁজে ফিরি আমি বা কোন জন
আমার ভিতরে পোড়ার দহন।

হাসতে জানো ভাসতে জানো
জানো রে মন ভাবতে বৃক্ষমূল
মগ ডালায় পিরীতের শাখা
সূতায় ধইরা টানো
যদি ভাগ্য মিলায় ফুটবে বাঞ্চা ফুল।
জানো রে মন ভাবতে বৃক্ষমূল....
মাটি পুড়ে হয় গো খাটি ইষ্টের ও মতন
আমার ভিতরে পোড়ার দহন।

বলি পরম সুখের মন বাসনা
মরম জ্বালায় বৈরাগী অন্তরা
দেহের মাঝে দেহেরই বাস
কুইড়া কুইড়া খায় আমারে
সান্তনা কেউ দিস না সখি তোরা
দরদী নাই বুঝতে পাগল হাসানের কাঁন্দন
আমার ভিতরে পোড়ার দহন।


Song: Matir Sindhuk
Singer: Pagol Hasan