নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে
নিশা লাগিল রে ॥
হাছন রাজা প্যারীর প্রেমে
মজিল রে ॥
নিশা লাগিল রে ॥
ছটফট করে হাছন,
দেখিয়া চাঁন্দ মুখ।
হাছন জানের মুখ দেখি,
জন্মের গেল দুখ ॥
হাছন জানের রূপটা দেখি,
ফালদি ফালদি উঠে।
চিড়াবারা হাছন রাজার
বুকের মাঝে কুটে ॥
Song: Nesha Lagilo Re
Singer: Haimanti Rakshit
Lyric & Tune: Hason Raja
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...