তোমায় কত ভালোবাসি অন্তর যামী জানে
আমি মরলে কবর দিও বুকের গোরস্তানে।

এতো সাধের জনম আমার তোমার হাতে তুলে
হাসিমুখে যেতে পারি পৃথিবীকে ভুলে।
বারেবারে জনম নেবো তোমার প্রেমের টানে।

ফুল জানে পাঁখি জানে, জানে নদীর ঢেউ
তুমি ছাড়া এ ভূবনে নেইতো আমার কেউ।
বাঁধা আছে পরাণ আমার তোমারও পরাণে।

Song: Tomay koto valobasi
Singer: Momtaz
Lyrics: Akkas Dewan