অমৃত সে-বারি অনুরাগ নইলে কি
যাবে ধরা ৷
সে-বারির পরশ হইলে
হবে ভবের করণ সারা ॥
বারি নামে বার এলাহি
নাই রে তার তুলনা নাহি
সহস্রদল পদ্মে সেহি
মৃণাল গতি বহে ধারা ॥
ছায়াহীন এক মহামুনি
বলব কিরে তার করণি
প্রকৃতি হইয়ে তিনি
হলেন বারি সেধে অমর গোরা ॥
আসমানে বরিষণ হলে
দাঁড়ায় জল মৃত্তিকাস্থলে
লালন ফকির ভেবে বলে
মাটি চিনবে ভাবুক যারা৷ ॥
#LalonGeeti #LalonGiti #লালন গীতি #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...