যাব যে বন্ধের বাড়ি
কি লইয়ে যাব যে সঙ্গে।
কাকুতি মিনতি নিব আর
যাব প্রেম তরঙ্গে ॥
করিয়ে এখন তাড়াতাড়ি
যাব আমি বন্ধের বাড়ি।
নাচিয়ে নাচিয়ে যাব আমি
মিশিব যাইয়ে তারি রঙ্গে ॥
এমনি মিশা মিশব হাছন
রাজা না রহিব ।
এখন আমি নাশ হইয়ে
মিশব যাইয়ে তারি অঙ্গে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...