আগে মন সাজো প্রকৃতি ৷
প্রকৃতির স্বভাব ধর সাধন কর
উর্ধ্ব হবে দেহের রতি ॥
যে আছে ষড়দলে
সাধ তার উল্টো কলে
যদি সে সাধন বলে যায় দ্বিদলে
উঠবে জ্বলে জ্যোতি ॥
অনাত্ন নিবৃত্তি হলে
নিষ্ঠা রতি হবে
কামব্রহ্মান্ড সাকার হয়ে
উদয় হবে গুরু মূর্তি ॥
বৈদিক এক সাধন আছে
তারে রাখো আগে পাছে
সেই সাধন করতে গেলে
গুরু হয় নিজপতি ॥
তার পরে এক সাধন আছে
সে সাধন বড়োই বেজাতে
অধীন লালন বলে মন রে
আমার হবে কোন গতি ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...