অনুরাগের ঘরে মারগা চাবি
যদি রূপনগরে যাবি ৷
যদি রূপনগরে যাবি ৷
শুধু মন তোমায় বলি
তুই আমারে ডুবাইলি
পরের ধনে লোভ করিলি
সে ধন আর কয় দিন খাবি ॥
নিরঞ্জনে নাম নিরাকার
নাইক তার আকার সাকার
বিনা বীজে উত্পত্তি তার
দেখলে মানুষ পাগল হবি ॥
সিরাজ সাঁই দরবেশে বলে
গাছ রয়েছে অগাধ জলে
ঢেউ খেলিছে ফুলে ফলে
লালন বাঞ্ছা করলে দেখতে পাবি ॥
#LalonGeeti #LalonGiti #লালন গীতি #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...