আবহায়াতের নদী কোনখানে ৷
আগে জিন্দাপীরের খান্দানে যাও
দেখিয়ে দিবে সন্ধানে ৷৷
সেই নদীর পিছল ঘাটা
চাঁদ কোটালে খেলছে রে ভাটা
দীন দুনিয়া জোড়া একটা
মীন আছে তার মাঝখানে ৷৷
মওলার মহিমা রে এমনি
ও সে নদীতে বয় পরশে শুনি
অমর হবে সেই জনে ৷৷
আবহায়াতের মর্ম যে জন পায়
উপাসনার সীমা তারি হয়
সিরাজ সাঁইর আদেশ তাই
অধীন লালন ফকির ভনে ৷৷
আগে জিন্দাপীরের খান্দানে যাও
দেখিয়ে দিবে সন্ধানে ৷৷
সেই নদীর পিছল ঘাটা
চাঁদ কোটালে খেলছে রে ভাটা
দীন দুনিয়া জোড়া একটা
মীন আছে তার মাঝখানে ৷৷
মওলার মহিমা রে এমনি
ও সে নদীতে বয় পরশে শুনি
অমর হবে সেই জনে ৷৷
আবহায়াতের মর্ম যে জন পায়
উপাসনার সীমা তারি হয়
সিরাজ সাঁইর আদেশ তাই
অধীন লালন ফকির ভনে ৷৷
#LalonGiti #LalonGeeti #লালনগীতি #লালন গীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...