ইতরপনা কার্য আমার
            ঘটে অহর্নিশি ৷
আমারে কি রাখবেন গুরু চরণদাসী ৷৷

জঠর যন্ত্রণা পেয়ে
এসেছিলাম কড়াল দিয়ে
সে সকল গিয়াছি ভুলে
           এ ভবে আসি ৷৷

চিনলি না মন গুরু কি ধন
জানলি না তার সেবা সাধন
ঘুরতে বুঝি হলো রে মন
             এবার চুরাশি ৷৷

গুরু যার আছে সদায়
শমন বলে তার কিসের ভয়
লালন বলে মনরে আমায়
            করিলি দোষী ৷৷


#LalonGiti #LalonGeeti #লালনগীতি  #লালন গীতি