আহাদে আহাম্মদ এসে
নবি নাম তাই জানালে।
নবী যে তনে করিল সৃষ্টি
সে তন কোথায় রাখিলে ৷৷
আহাদ নামে পরোয়ার
আহাম্মদ নামে সেহি এবার।
জন্মমৃত্যু হয় যদি তার
শরার আইন কই চলে ৷৷
নবি যারে মানিতে হয়
উচিৎ বটে তাই জেনে লয়
নবি পুরুষ কি সে প্রকৃতি কায়
সৃষ্টির সৃজনকালে ৷৷
আহাদ নামে কেন রে ভাই
মানব লীলা করিলেন গো সাঁই
লালন বলে তবে কেন যাই
অদেখা ভাবুক দলে ৷৷
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...