আকার কি নিরাকার সাঁই রব্বানা ।
আহাদ আর আহাম্মদের বিচার হলে
যায় জানা ৷৷
খুদিতে বান্দার দেহে
খোদা সে আছে লুকাইয়ে
আলেফে মিম বসায়ে
আহাম্মদ হল সে জানা ৷৷
আহাম্মদ নামে আফি
মিম হরফ লেখে নফি
মিম গেলে আহাদ বাকি
আহাম্মদ নাম থাকে না ৷৷
এই পদের অর্থ ঢুঁড়ে
কারো জ্ঞান বসবে ধড়ে
কেউ বলবে লালন ভেড়ে
ফাকড়ামো সই বোঝে না ৷৷
LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...