আকারে ভজন সাকারে সাধন, তায় ৷
আকার সাকার অভেদ রূপ জানতে হয় ৷৷
ভজনের মূল নর আকার
গুরু শিষ্য হয় প্রচার
সাকার রূপেতে আকারে নির্ণয়
আকার ছাড়া সাকার রূপ নাহি রয় ৷৷
পুরুষ প্রকৃতি আকার
যুগল ভজন প্রচার
নায়ক নায়িকার যোগ মাহিত্য
যোগের সাধন জানতে হয় ৷৷
অযোনী সহজ রূপ সংস্কার
স্বরূপে দুই রূপ হয় নিহার
স্বরূপে রূপের স্বরূপ কয়
অবোধ লালন তাই জানায় ৷৷
আকার সাকার অভেদ রূপ জানতে হয় ৷৷
ভজনের মূল নর আকার
গুরু শিষ্য হয় প্রচার
সাকার রূপেতে আকারে নির্ণয়
আকার ছাড়া সাকার রূপ নাহি রয় ৷৷
পুরুষ প্রকৃতি আকার
যুগল ভজন প্রচার
নায়ক নায়িকার যোগ মাহিত্য
যোগের সাধন জানতে হয় ৷৷
অযোনী সহজ রূপ সংস্কার
স্বরূপে দুই রূপ হয় নিহার
স্বরূপে রূপের স্বরূপ কয়
অবোধ লালন তাই জানায় ৷৷
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
2 মন্তব্যসমূহ
সম্পুর্ন লেখা আসে নাই
উত্তরমুছুনসম্পুর্ন লেখা আসে নাই
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...